সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৬:৩৬:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা আপনার আমার সবার দায়িত্ব। মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনভাবেই গুজব সৃষ্টির কাজ করা যাবে না, যারা গুজব রটাবে তাদের আইনের আওতায় আনার সকল ব্যবস্থা করা হবে। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আগাম বন্যার পূর্বাভাস থাকার জন্য ধান কাটার জন্য জেলা ও জেলার বাইরের দক্ষ শ্রমিকের ব্যবস্থা করা হবে, যাতে মানুষ ধান গোলায় তুলতে পারে। স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ধর্মের কাজ সম্পন্নসহ অন্যান্য কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান কোভিডজনিত লকডাউন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আগাম বন্যা ও হাওরের ধান কর্তন বিষয়ে সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক এসব কথা বলেন।
এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্বানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, এনডিসি মোহাম্মদ সম্রাট হোসেন, সহকারী কমিশনার রিফাতুল হক প্রমুখ ।