বাংলা মদসহ ৬ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৭:৫০:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের লাক্কাতুরাস্থ তালপাড়া থেকে ৬ মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৬ লিটার চোলাই মদ উদ্ধার করে র্যাব।
শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জের নারকিলা গ্রামের জগেষ দাসের ছেলে নিপেষ দাস (৪৮), কিশোরগঞ্জের নিকীল থানাধীন গুরাদিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মহরম (৩২), একই থানাধীন শিমপুরবাজারে আব্দুর রেজেকের ছেলে সৈকত আলী(১৯), গুরাদিয়া গ্রামের মৃৃত নূর ইসলামের ছেলে সুজন মিয়া (১৯), লক্ষীপুর গ্রামের সদর থানাধীন গন্ডোপপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আবুল কাশেম (৫৬)।