গোয়াইনঘাটে কৃষিযন্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৬:৪৫:৩৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
গোয়াইনঘাটে ৭০% ছাড়ে ধান কাটার কম্বাইন্ড যন্ত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষিযন্ত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের পক্ষে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান কৃষকদের হাতে অত্যাধুনিক কম্বাইন্ড হারবেস্টর মেশিনের চাবি হাতে তুলে দেন।
এসময় বক্তরা বলেন, ঝড়ঝঞ্ঝা আর বন্যাপ্রবণ গোয়াইনঘাটে কৃষকদের প্রতি সরকারের এমন উদ্যোগ কৃষি উন্নয়নে নতুন এক অধ্যায়ের সূচনা করলো। যার ফলে দ্রুত সময়ে মাঠের ফসল কৃষকের ঘরে উঠবে, শ্রমিকের দুষ্প্রাপ্যতা ঘুচবে। আর এতে কৃষক পাচ্ছেন ৭০% ছাড়।
উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, কৃষি কর্মকর্তা সুলতান আলী, কৃৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, আ’লীগ নেতা সুবাস চন্দ্রপাল, সুবাস দাস, হাবিব আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।