সিলেটে মার্কেট খুললেও ক্রেতা কম
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৭:৩৪:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অন্তসারশূন্য লকডাউনের ৫ম দিনে স্বাভাবিক অবস্থায় ফিরেছে সিলেট। খুলেছে মার্কেট-বিপনী-বিতান। চলছে সব ধরনের গাড়ির চাকা। কেবল বন্ধ রয়েছে ট্রেন ও বিমান।
শুক্রবার নগরী ঘুরে দেখা যায়, ছুটির দিনেও সিলেটে সবকিছু খোলা। বড় বড় শপিং মল, বিপনী-বিতান সবকিছুই স্বাভাবিক দিনের মতো সরব। ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসয়ীরা ১০টার মধ্যেই পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। তবে সব খুললেও ক্রেতার উপস্থিতি কম। এ নিয়ে হতাশাও আছে তাদের। তবে আজ থেকে বেচাকেনা জমে উঠবে বলে আশাবাদী তারা।
হাসান মার্কেটের এক ব্যবসায়ী বলেন, সিলেটের মার্কেটগুলোতে দিনের বেলায় ক্রেতার উপস্থিতি কম থাকে। সন্ধ্যার পরই জমে উঠে এগুলো। সকাল থেকে বিকেল ৫টা- এই সময়টা পোষাক ব্যবসার জন্য আদর্শ সময় নয়। তবুও খুলে দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ তার। তিনি বলেন, শুক্রবার অনেকেই গ্রামের বাড়ীতে চলে যান তাই ক্রেতা কম। শনিবার থেকে ক্রেতাদের পদভারে মুখরিত হবে নগরী।
এদিকে, সব খুললেও অধিকাংশ বিপনী-বিতানে নির্দেশনা উপেক্ষিত। ক্রেতাদের যেমন স্বাস্থ্যবিধি মানার বালাই নেই, তেমনি বিক্রেতাদেরও। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রাখার বাধ্যবাধকতা থাকলেও এসবের তোয়াক্কা করতে দেখা যায়নি বেশিরভাগ মলে। এক্ষেত্রে প্রশাসনের মনিটরিংও চোখে পড়েনি নগরীতে। তবে কিছু শপিংমলে দেখা গেছে, প্রবেশপথে নিরাপত্তারক্ষীরা হাতে স্যাভলন মিশ্রিত পানি ছিটাচ্ছেন। হাত ধুয়ে প্রবেশের কথা বলছেন।
শুধু নগরী নয়, সিলেটের প্রত্যন্ত এলাকার চিত্র আরো ভয়াবহ। সেখানে নিয়ম-নীতির ধারেকাছেও নেই ক্রেতা-বিক্রেতা। মফস্বলের বাজারগুরোতে ভিড় ঠেলে ঢুকাই দায়।
এদিকে, সিলেটে সংক্রমণ ক্রমেই বাড়ছে। করোনায় মৃত্যু প্রায় ৩শ’র কাছাকাছি। আক্রান্তও ১৮ হাজার ছাড়িয়ে গেছে। এ অবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের বিকল্প দেখছেন না স্বাস্থ্য সংশ্লিষ্টরা।