বিয়ানীবাজার পুলিশকে প্রবাসীর সুরক্ষা সামগ্রী প্রদান
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৭:২৬:৩৯ অপরাহ্ন
বিশেষ সংবাদদাতা :
যুক্তরাজ্য প্রবাসী এবং জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সৌজন্যে বিয়ানীবাজার থানা পুলিশকে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এবং ওসি তদন্ত মেহেদী হাসান করোনা সামগ্রী গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টার এম. হাসানুল হক উজ্জ্বল, সাংবাদিক এম. এ ওমর।
হস্তান্তরকালে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, বিয়ানীবাজার উপজেলার কৃতিসন্তান মুহিবুর রহমান মুহিব মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। দেশ তথা এলাকার দুর্যোগময় মুহুর্তে তিনি দেশের মানুষের পাশে নিজে কিংবা কোন না কোন সংগঠনের ব্যানার নিয়ে এসে হাজির হন। এ জন্য তিনি বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।