আরেকদফা পণ্যমূল্য বৃদ্ধি
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৭:৩৮:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান শুরু হওয়ার আগেই আরেক দফা বাড়লো অধিকাংশ পণ্যের দাম। যদিও গত দুই মাস ধরে কয়েক দফা বেড়েছে পণ্যের দাম। ব্যবসায়ীদের দাবী, লকডাউনের কারণে এই সপ্তাহে নতুন করে জিনিসপত্রের দাম বেড়েছে। আরো বাড়তে পারে।
বাজার ঘুরে দেখা যায়, এই সপ্তাহে নতুন করে বেড়েছে সব ধরনের চালের দাম। বেড়েছে খেজুর, সয়াবিন তেল, মসলা, সবজি, ব্রয়লার মুরগি, আলু, রসুন ও পেঁয়াজের দাম।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র হিসাবে, গত এক সপ্তাহে ২১টি পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আমদানি করা আদার দাম। গত সপ্তাহের তুলনায় আদার দাম বেড়েছে ১৫ শতাংশ। অর্থাৎ প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা। টিসিবি বলছে, গত সপ্তাহে আমদানি করা আদার দাম ছিল প্রতি কেজি ৭০ থেকে ১৪০ টাকা। এই সপ্তাহ পর কাল সেই আদা বিক্রি হয়েছে ৯০ থেকে ১৫০ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ দেশিশুকনা মরিচের দাম বেড়েছে ১৩ শতাংশ। এক সপ্তাহের ব্যবধানে এই শুকনা মরিচের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। এছাড়া পেঁয়াজের দাম বেড়েছে ১১ শতাংশ।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরকারের হিসাবও বলছে রোজানির্ভর পণ্যের মধ্যে ভোজ্যতেল, মসুর ডাল, পেঁয়াজ ও খেজুরের দাম বেড়েছে। পাশাপাশি মসলাজাতীয় পণ্যের মধ্যে বেড়েছে এলাচ, শুকনা মরিচ, রসুন ও আদার দাম। এদিকে মাত্র একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে পাকিস্তানি কক বা সোনালী ও লাল লেয়ার মুরগি। শুক্রবার নগরীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকা।