কুচাই থেকে ১২ জুয়াড়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৭:৫২:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার কুচাই এলাকা থেকে ত্রাস খেলা অবস্থায় ১২ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি, কার্ড, টালি খাতা, নগদ টাকা ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হলেও গ্রেফতারকৃত জুয়াড়ীদের পরিচয় ও ছবি প্রকাশ করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার রাতে কুচাইয়ের ইসরাব আলী হাই স্কুল এন্ড কলেজের খেলার মাঠের পূর্ব পাশে হায়দার মিয়ার টিনশেড ঘরের ভিতরে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে।