গোয়াবাড়ি থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৭:৫৩:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পেশাদার ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে গোয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
তারা হলো, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার উজান শাপেলা গ্রামের আমিন উদ্দিনের পুত্র ফয়সল (২৪) ও দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফয়েজের পুত্র তামিম (২৪)। ফয়সল এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া কামালের কলোনীতে ও তামিম বনকলাপাড়ার তানভীরের কলোনীতে থাকতো।
এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের।
এসএমপি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পারভেজ নামের এক যুবক দোকানের কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। নগরীর গোয়াবাড়ী এলাকায় ছিনতাইকারীরা তার পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার পারভেজ এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন।
পরে শুক্রবার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গোয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ফয়সল ও তামিম গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ধারালো চাকু উদ্ধার জব্দ করা হয়।