ছাতকে পুলিশের মামলায় গ্রেফতার আতংক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৮:০২:৪৬ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতক থানায় হামলা ও সংঘর্ষের ঘটনায় থানায় পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার আতংকে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। বিশেষ করে ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রাম এখন পুরুষশুন্য।
শুক্রবার এসব এলাকা ঘুরে দেখা গেছে, গনেশপুর গ্রাম ছাড়াও পৌরসভার বাগবাড়ী, মন্ডলীভোগ, চরেরবন্দ, বউলা ও তাতিকোনা এলাকার অনেকেই আত্মগোপনে রয়েছেন। প্রতিদিনই পুলিশ এসল্ট মামলার আসামী গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান। ফলে অনেক নিরীহ লোকজনও গ্রেফতার আতংকে রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ এসল্ট মামলায় তিন দফায় গ্রেফতারকৃত ২১ আসামীর মধ্যে বেশ কয়েকজন ছাত্রদলের নেতা-কর্মী রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, পুলিশ এসল্ট মামলায় এজহারভুক্ত ৯৫জন আসামী ছাড়াও অজ্ঞাতনামা আরও ৮/৯ শতাধিক আসামী করা হয়েছে। যার ফলে যে কাউকেই পুলিশ হয়রানী করার সুযোগ রয়েছে বলেই অনেকেই আতংকে রয়েছেন। ছাতক থানায় ও পুলিশের উপর হামলার ঘটনায় এরই মধ্যে সিলেট রেঞ্জের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিজানুর রহমান বলেন, মূলত এ ঘটনায় থানার সিসি ক্যামেরা ও সংগ্রহকৃত ভিডিও ফুটেজ দেখেই মামলার তদন্ত চলছে। মামলার জড়িত আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, নারায়নগঞ্জে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে আটককে কেন্দ্র করে শনিবার রাতে ছাতক থানায় ইট-পাটকেল নিয়ে ভাংচুর-হামলা ও সংঘর্ষ বেঁধে গেলে পুলিশসহ অন্তত ১০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে। এ ঘটনায় পুলিশ প্রায় এক হাজার লোকজনকে আসামী করে এসল্ট মামলা দায়ের করে।