ছাতকে ছাত্রলীগ-যুবদলের সংঘর্ষে আহত ৫
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৮:০৩:২৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ফেইসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবদলের এক সংঘর্ষে অন্তত ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মামুনুল হকের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের আহŸায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান বাবলুর সাথে কথা কাটাকাটি হয় উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক কামাল আহমদ তালুকদারের সাথে। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হাবিবুর রহমান বাবলু, কামাল আহমদ, তুহিন আহমদসহ ৫জন আহত হয়। আহতের স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
থানার ওসি শেখ মো. নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে খোঁজ-খবর নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।