মালয়েশিয়া ইমিগ্রেশনে অত্যাধুনিক প্রযুক্তি স্থাপন
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৮:০৫:৩১ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এনালগ প্লাস ডিজিটাল পদ্ধতি পরিবর্তন করে নতুন অত্যাধুনিক সিস্টেম চালু করেছে সরকার। ২০ বছর ধরে পরিচালিত পুরাতন (মাইআইএমএম) পদ্ধতি পরিবর্তন করে নতুন (এনআইআইএস) সিস্টেমে চলবে ইমিগ্রেশনের কার্যক্রম।
এ ছাড়া দেশের প্রধান প্রবেশ পথের নিয়ন্ত্রণ এবং অনান্য প্রবেশপথ নিয়ন্ত্রণে স্ক্যানিং বাধ্যতামূলক করা হয়েছে।
৮ এপ্রিল বৃহস্পতিবার কুয়ালালামপুর হোটেল হিলটনে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদ্দিন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নতুন পদ্ধতি (এনআইআইএসই) চালুকরনে সরকার ১ বিলিয়নেরও বেশি মালয়েশিয়ান রিঙ্গিত বরাদ্দ দিয়েছে। যাতে দেশের অভিবাসন ব্যবস্থা আরো মজবুত হয়। এর মধ্যে নাগরিকদের কাছে পরিষেবা সরবরাহ ব্যবস্থা এবং জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষা দিক রয়েছে।
এই প্রকল্পে যে সচেতন সুরক্ষা স্তরটি রয়েছে তা সরকারের মূল এজেন্ডা হিসাবে কাজ করবে। দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশি অভিবাসীরা যেন সম্পূর্ণ নিরাপদ বোধ করেন তা নিশ্চিত করার জন্য এই প্রকল্পটি দায়বদ্ধ থাকবে বলে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ স্বরাষ্ট্রমন্ত্রী আই, দাতুক সেরি ডাঃ ইসমাইল মোহাম্মদ সাঈদ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব, দাতুক ওয়ান আহমদ দাহলান আবদুল আজিজ, পরিচালক-ইমিগ্রেশন জেনারেল দাতুক খায়রুল দাযাইমি দাউদ এবং উপ- পরিদর্শক-পুলিশ জেনারেল দাতুক সেরি অ্যাক্রিল সানী আব্দুল্লাহ সানী।