গোয়াইনঘাটে বোরো ধানের ভাগ নিয়ে সংঘর্ষে ১ জন নিহত
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৮:০৬:৫৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বোরো ধানের ভাগ বাটোয়ারা নিয়ে জমির মালিক ও বর্গা চাষী পরিবারের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার জাতুগ্রামের উত্তর হাওরে ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাতুগ্রামের আব্দুল মালিক ও আব্দুস ছুবহানের জমি বর্গা চাষ করেন ময়না মিয়া (মক্রম)। শুক্রবার ধান মাড়াইয়ের পর ধানের ভাগ বাটোয়ারা নিয়ে জমির মালিকের সাথে দুপুর সাড়ে ১২টায় কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষে ৬ জন আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ময়না মিয়া (৫২) কে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের মধ্যে আলী আহমদ (৩৬), নাছির আহমদ (৩০), হেলালউদ্দিন (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ওসি তদন্ত দিলীপ কুমার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।