সিলেট ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক আরেফ করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২১, ৮:২৮:৩৭ অপরাহ্ন
সিলেট ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আরেফ স্ব-পরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি কাতার হামাদ হাসপাতালের চিকিৎসাধীন আছেন।
গত বৃহস্পতিবার আহমেদ আরেফের করোনার উপসর্গ দেখা দিলে কাতারে করোনা টেস্ট কেন্দ্রে গিয়ে স্ব-পরিবারে নমুনা দেন। পরে তাদের সকলের রিপোর্ট পজিটিভ আসে।
এরপর তিনিসহ পরিবারের সদস্যরা হামাদ হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।
এদিকে, কাতারে অবস্থানরত বাংলাদেশীসহ দেশের আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব সকলের কাছে রোগমুক্তির জন্য আহমেদ আরেফের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।বিজ্ঞপ্তি