সিলেটে আরো ১ মৃত্যু, আক্রান্ত ১৯৫
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ১১:৫৫:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৯ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ১৯৫ জনের।
আজ শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৫৩৩ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৬৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১২২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৩৫ জন।