প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ১২:৩৬:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আমরা গভীর দু:খের সাথে জানাচ্ছি যে, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান হাসান শাহরিয়ার আর নেই। আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। এ তথ্য জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
গত বৃহস্পতিবার রাত দেড়টায় করোনার উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু কোথাও আইসিইউ বেড পাওয়া না যাওয়ায় রাত দেড়টায় তাকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
জালালাবাদ সম্পাদকের শোক : সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাবের দীর্ঘকালীন সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। এক শোক বার্তায় তিনি বলেন, হাসান শাহরিয়ার নিজ গুণে ও কর্মদক্ষতায় সাংবাদিক থেকে সাংবাদিকতার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তার আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।