কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৬:৪৬:৫১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া-জুড়ী রোডে সড়ক দুর্ঘটনায় শওকত আজিজ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টায় ভূয়াই নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আজিজ রাজনগর উপজেলার ইটা চা বাগানের হাসান আলীর পুত্র।
জুড়ী থানাসূত্রে জানা যায়, কুলাউড়া-জুড়ী রোডের ভূয়াই নামক স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পিছনের চাকার সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলের। ধাক্কা লেগে মোটরসাইকেল চালক আজিজের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।