কানাইঘাটে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৬:৪৯:৩৫ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে অটোরিক্স (সিএনজি) গাড়ীর ধাক্কায় ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কানাইঘাট বুরহান উদ্দিন সড়কের দলিবিল দক্ষিণ গ্রামের তোতা মিয়ার বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান দলিবিল দক্ষিণ গ্রামের দরিদ্র আব্দুল মালিকের শিশুপুত্র ছামিয়ান আহমদ বাড়ির সবার অগোচরে তার বাড়ির পাশে বুরহান উদ্দিন সড়কে খেলা করছিল। এ সময় গাছবাড়ি বাজার থেকে কানাইঘাটে আসার পথে বড়দেশ নয়াগ্রামের সিদ্দেক আলীর পুত্র অটোরিক্সা সিএনজি চালক ওলিউর রহমান শিশু ছামিয়ান আহমদকে অটোরিক্সা সিএনজি দিয়ে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে শিশু ছামিয়ান আহমদ। তাকে তাৎক্ষণিক কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ শিশু ছামিয়ানকে মৃত ঘোষণা করেন।
পরে থানা পুলিশ তার লাশ হাসপাতাল গিয়ে উদ্ধার করেন। তবে সিএনজি চালকের স্বজনরা জানিয়েছেন ছামিয়ান দৌড় দিয়ে রাস্তা অতিক্রম করার সময় অসাবধান বশতঃ এ দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির মাধ্যমে ময়না তদন্ত ছাড়াই ছামিয়ানের লাশ দাফন করার জন্য থানায় নিহতের স্বজনরা ও বানিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ ও অটোরিক্সা সিএনজি স্টান্ডের নেতৃবৃন্দের মাধ্যমে বৈঠক হয়েছে।