করোনারোধে প্রচারণায় ব্যস্ত সিলেট জেলা তথ্য অফিস
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৭:০০:৫৫ অপরাহ্ন
করোনাভাইরাস সংক্রমণ রোধে সর্বসাধারণকে সচেতন করতে অব্যাহতভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে সিলেট জেলা তথ্য অফিস। প্রচারণাকালে সরকার কর্তৃক জারিকৃত বিভিন্ন নির্দেশনা সমূহ প্রচার করা হচ্ছে। সিলেট জেলা তথ্য অফিস প্রতিদিন সিলেট সিটি কর্পোরেশন এলাকা সহ উপজেলা পর্যায়ে এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে। সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রু:দা:) উজ্জ্বল শীল জানিয়েছেন করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে সচেতন করতে এ প্রচার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন এ প্রচার কার্যক্রমের স্বার্থকতা তখনই আসবে যদি সর্বসাধারণ সচেতন হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন ও ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান করেন। বিজ্ঞপ্তি