করোনা সমন্বয়ে সিলেটের চার জেলায় ৪ সচিব
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৭:২৩:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জেলা পর্যায়ে কেভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সু-সমন্বয়ে সিলেটের চার জেলায় ৪ জন সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। সম্প্রতি এই দায়িত্ব দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিলেট জেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, সুনামগঞ্জে পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারী, মৌলভীবাজারে কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান এবং হবিগঞ্জে পরিকল্পনা কমিশনের সচিব মামুন-আল-রশীদ।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জেলার সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোডিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন।
আদেশে বলা হয়েছে, অবসর বা বদলির কারণে সিনিয়র সচিব বা সচিবের দফতর পরিবর্তন বা পদ শূন্য হলে সেখানে নিযুক্ত সিনিয়র সচিব বা সচিব দায়িত্ব পালন করবেন।