হাসান শাহরিয়ার নীতিহীন সাংবাদিকতার বিপরীতে আদর্শ সাংবাদিকতার জয়গান গেয়েছেন : ডা: শফিক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৮:০৩:২০ অপরাহ্ন
‘হাসান শাহরিয়ার ছিলেন একজন পরিপূর্ণ ভদ্রলোক। সজ্জন ও শোভন মানুষ। দলমত নির্বিশেষে সকলের কাছেই ছিল তাঁর বিপুল গ্রহনযোগ্যতা। একটি জীবন দর্শনে বিশ্বাসী হয়েও সাংবাদিকতায় তাঁর কোন প্রতিফলন ছিল না। এ ব্যাপারে তিনি ছিলেন সদা সতর্ক ও সচেতন। নীতিহীন ও হলুদ সাংবাদিকতার বিপরীতে তিনি সারাজীবন আদর্শ সাংবাদিকতার জয়গান গেয়েছেন। শুধু তাই নয়, নিজের মেধা, যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়ে তিনি সাংবাদিকতায় আন্তর্জাতিক বিশ্বেও সুপরিচিত ছিলেন। দেশের পাশাপাশি বিদেশী সংবাদ মাধ্যমের সঙ্গেও তিনি ছিলেন সমানতালে যুক্ত। এমন একজন সাংবাদিকের মৃত্যু নি:সন্দেহে জাতীর জন্য অপুরণীয় ক্ষতি’।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট হাসান শাহরিয়ারে মৃত্যুতে এক শোক বার্তায় এ কথাগুলো বলেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিুকর রহমান।
শোক বার্তায় আমীরে জামায়াত বলেন, আল্লাহ তায়ালা তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন এবং তার সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। বিজ্ঞপ্তি