কোম্পানীগঞ্জে বিদেশী মদসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৮:২০:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ মো. আওয়াল (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে কোম্পানীগঞ্জের কালিবাড়ি এলাকার মো.নুরুল ইসলামের ছেলে।
শনিবার দুপুরে র্যাব-৯ এর মিডিয়া উইং এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ একটি দল কোম্পানীগঞ্জ থানার পুরান বালুরচর গ্রামে অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী আওয়ালকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৬৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
র্যাব-৯ এর অধনিায়ক লে.কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযানে আরো ছিলেন মেজর মো. শওকাতুল মোনায়েম, মেজর সৌরভ মো.অসীম সাতলি, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।