সিলেটে গাঁজা ব্যবসায়ী কারাগারে
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৮:২৪:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে গাঁজাসহ রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার তাকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম, মেজর সৌরভ অসীম সাতলি, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল-আলমের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল নগরীর ধোপাদিঘীর পারে অভিযান চালায়।
এ সময় ওসমানী শিশু উদ্যানের গেইটের সামনে থেকে মাদক কারবারি রুবেল মিয়াকে আটক করে। তার কাছ থেকে ৩ কেজি ৬৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সে শাহপরান থানার পীরের বাজারের টিকেরপাড়া এলাকার মো.শাহিন মিয়ার ছেলে। পরে র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।