কোম্পানীগঞ্জে ঝড়ে বিধ্বস্ত বিদ্যালয়ে অনুদান
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৮:৩৪:৪৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জে ঝড়ে বিধ্বস্ত বিদ্যালয় ও আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মাণে অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে বিধ্বস্ত ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, বিদ্যালয়ের দেয়াল নির্মাণের জন্য ১ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। সেইসাথে বিদ্যালয়ের ছাওনির জন্য টিনও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণিগ্রামে বিদ্যুতের শর্ট শার্কিটে পুড়ে যাওয়া দুটি ঘর রাজস্ব খাত থেকে নির্মাণ করে দেয়া হবে। ঘর গুলো প্রধানমন্ত্রীর উপহারের ঘরের আদলে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
উল্লেখ্য গত বৃহস্পতিবার মধ্যরাতে ঝড়ে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা ভবন পুরোটাই বিধ্বস্ত হয়ে যায়। এবং ঐদিন বিকালে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণিগ্রামে বিদ্যুতের শর্ট শার্কিটে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।