ইনসাফভিত্তিক সমাজেই শ্রমিকের ন্যায্য অধিকার পাওয়া সম্ভব — সাবেক এমপি শামসুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৮:৩৮:২৬ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, মেহনতি মানুষের মুক্তির জন্য আল্লাহর দেয়া বিধান অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে বাংলাদেশের সর্বস্তরের শ্রমিক-জনতার ন্যায়সংগত অধিকার আদায়ের মাধ্যমে ইনসাফভিত্তিক শান্তিময় সমাজ কায়েমের চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সফলতা লাভ করাই অমাদের লক্ষ্য।
তিনি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট অঞ্চলের উদ্যেগে ভার্চুয়াল অনলাইনে জুমের মাধ্যমে আয়োজিত উপজেলা/থানা সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ এর সভাপতিত্বে ও সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদ ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট অঞ্চল জামায়াতের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাবেক কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ও সিলেট মহানগরী জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, ভার্চুয়ালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুর রহমান প্রমুখ। দারসুল কুরআন পেশ করেন মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল টীম সদস্য ও জেলা দক্ষিণ শাখার সভাপতি ফখরুল ইসলাম খান, উত্তর জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি এডভোকেট রেজাউল করিম, দক্ষিণ জেলা সহ সভাপতি রেহান উদ্দিন রায়হান, মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট ইয়াসিন খান, উত্তর জেলা সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, দক্ষিণ জেলা সহকারী সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, মহানগর সহকারী সাধারণ সম্পাদক আক্কাস আলী, মহানগর ট্রেড ইউনিয়ন সম্পাদক মিয়া মুহাম্মদ রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি