জগন্নাথপুরে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৮:৪৭:৫২ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল ফটিক এর ব্যক্তি উদ্যোগে পবিত্র রমজান মাস ও করোনায় লক ডাউন পরিস্থিতি উপলক্ষে এলাকার গরীব পরিবারের ৩০০ জন নারী-পুরুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ এপ্রিল শনিবার গ্রামের প্রবীণ মুরব্বি ইর্শ¦াদ আলীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন সাজাদ, সমাজসেবক আবদুল হামিদ, ফজর আলী প্রমূখ। এ সময় প্রবাসী আবদুল ফটিকের পিতা আবদুর রাজ্জাক, প্রবীণ মুরব্বি আবদুল কাদির, আবদুল খলিল, নজর আলী, আশক আলী, সমাজকর্মী ওসমান মিয়া, আবদুল জাহাঙ্গীর, আশরাফ হোসাইন এনাম সহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এতে ৩০০ জনের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি ময়দা ও ১ কেজি ছোলা। এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী আবদুল ফটিক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন। বিভিন্ন দুর্যোগময় সময়ে গরীব মানুষদের সাহায্য-সহযোগিতা করেন। এরই ধারাবাহিকতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।