হাসান শাহরিয়ারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২১, ৮:৫৫:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ারের ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশন: হাসান শাহরিয়ার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি ড. এ কে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারী আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও সদস্য সচিব জালাল আহমেদ।
সিলেট প্রেসক্লাব: হাসান শাহরিয়ারের মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু এক শোকবার্তায় বলেন, সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। বৃহত্তর সিলেটের সন্তান বরেণ্য এই সাংবাদিক আমৃত্য ন্যায় ও সত্যের পক্ষে ছিলেন অবিচল। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি সাধিত হলো।
জালালাবাদ সম্পাদক : সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাবের দীর্ঘকালীন সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। এক শোক বার্তায় তিনি বলেন, হাসান শাহরিয়ার নিজ গুণে ও কর্মদক্ষতায় সাংবাদিক থেকে সাংবাদিকতার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন একজন সৎ, বিনয়ী ও মার্জিত মানুষ। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তার আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিলেট চেম্বার: হাসান শাহরিয়ার এর মৃত্যুতে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি: হাসান শাহরিয়ার হাসান শাহরিয়ারের মৃত্যুতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী।
বিপিজেএ সিলেট: হাসান শাহরিয়ারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।