কুলাউড়ায় দুধ ডিমের ভ্রাম্যমাণ বিক্রি উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৬:১৯:১৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ব্যবস্থাপনায় করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে এবং লকডাউনে খামারীদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস উৎপাদন, সরবরাহ ও বিপণন সচল রাখতে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় কুলাউড়া শহরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মুখে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোলাম মোহাম্মদ মেহেদীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ডেইরী ফার্মস এসোসিয়েশনের সভাপতি এএনএম আলম, সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশীষ পাল, পোলট্রি ফার্মস এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম চৌধুরী, জিকে ডেইরীর স্বত্বাধিকারী মিনহাজুর রহমান আজাদ প্রমুখ। উদ্বোধনী দিনে ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে প্রতি লিটার দুধ ৬৫ টাকা ও প্রতি হালি ডিম ২৮ টাকা দরে বিক্রয় করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোহাম্মদ মেহেদী জানান, প্রাণিসম্পদ বিভাগ থেকে আসন্ন রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের গাড়ি থেকে ডিম-দুধের পাশাপাশি সপ্তাহে ১দিন প্রতি শুক্রবার গরুর মাংস প্রতি কেজি ৬ শত টাকা দরে বিক্রয় করা হবে। তবে রোজাদারদের সুবিধার্থে রমজানের পূর্বের দিন আগামী মঙ্গলবার গরুর মাংস বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া গাড়ি দিয়ে প্রতিদিন সকাল ৯টা-৫টা পর্যন্ত কুলাউড়া শহর, ব্রাহ্মনবাজার ও রবিরবাজারে ডিম-দুধ-মোরগ বিক্রয় করা হবে।
মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মারস এসোসিয়েশনের বাস্তবায়নে এ কার্যক্রম ৪৫ দিন পর্যন্ত চলবে বলে ডাঃ গোলাম মেহেদী জানান।