জকিগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৬:৩৩:৩৬ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের ক্যাপ্টেন ফাহিম চৌধুরী আল ইসহাকের পরিবার। রোববার সকালে তার বাড়িতে এলাকার প্রায় ৪ শতাধিক দুঃস্থদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ৩কেজি আলু। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এখলাছুর রহমান, আব্দুল্লাহ চৌধুরী বেনা, এটিএম সেলিম চৌধুরী ও আনাম উদ্দিন প্রমুখ।