লাখাইয়ে গণপিটুনিতে ২ ডাকাত নিহত
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৬:৩৪:৫২ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার গুনিপুর গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলো, মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুছ আলীর ছেলে হুমায়ুন মিয়া (৪০) ও নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ফজর রহমানের ছেলে হামিদ মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, শনিবার রাতে একদল ডাকাত উপজেলার গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তাদের সুরতহাল রিপোর্ট শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাখাই থানার ওসি সায়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।