নগরীতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৭:৩৯:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৩ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট করা হয়েছে। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার রাত পৌনে ৮টার দিকে জেলরোড ও কাজিটুলা উঁচাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক রা হয়।
জেলরোড থেকে আটককৃতরা হলো, চাঁদপুর জেলার শাহরস্তি থানার আনাতুলি গ্রামের জাকির হোসেনের ছেলে আল-আমিন (২২) ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পৈলানপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে আবদুল মুমিন (২০)। এর মধ্যে আল-আমিন নগরীর শেখঘাট কলাপাড়া ১৬৮ নম্বর বাসায় ও মুমিন শেখঘাট কলাপাড়া ১৬৪ নম্বর বাসায় ভাড়া থাকতো।
এদিকে, কাজিটুলা উঁচাসড়ক এলাকা থেকে আটককৃত মাদক কারাবারি গোলাম রহমান কোরেশী ওরফে সোহেল (২২) আটক করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে ওই এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আটককৃতরা মাদক কারবারি। তারা কাস্টঘর সুইপার কলোনি থেকে পাইকারী দরে ইয়াবা কিনে নগরীর মাদকসেবীদের কাছে বিক্রি করতো। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদক আইনে দুটি মামলা হয়েছে।