সিলেট পলাতক ৩ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৭:৩৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে র্যাবের পৃথক অভিযানে পলাতক ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন যৌতুক এবং ২ জন দ্রæত বিচার আইনের মামলার আসামী। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ মেজর শওকাতুল মোনায়েম, মেজর সৌরভ অসীম সাতলি, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল-আলমের যৌথ নেতৃতে ফেঞ্চুগঞ্জের ফকিরপাড়ায় সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় দ্রæত বিচার আইনের মামলার পলাতক ২ আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলো, গোয়াইনঘাটের কাঁঠালবাড়ি কান্দির ইন্তাজ আলীর ছেলে আমির উদ্দিন (৩৪) ও একই এলাকার মৃত মনফর আলীর ছেলে ইন্তাজ আলী (৫৬)। পরে তাদেরকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
অপরদিকে একইদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সিনিয়র এএসপি লুৎফর রহমানের যৌথ নেতৃত্বে সিপিএসসি ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শহরতলীর পীরের বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় যৌতুক মামলার পলাতক আসামী আব্দুস শহিদ তুলা মিয়া (৩৬) কে গ্রেফতার করে র্যাব। সে বটেশ^র গইলাপাড়ার মৃত আব্দুল মালিক মাসুক মিয়ার ছেলে। পরে আসামীকে শাহপরাণ (র.) থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।