দক্ষিণ সুনামগঞ্জে জোড়া খুনে জড়িতদের ফাঁসি দাবি
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৭:৪১:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের জোড়া খুনের ঘটনায় দোষী ও জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১২টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের জয়কলস পয়েন্ট এলাকায় জয়কলস গ্রামের নিহত দিপু বিশ^াস ও জামিনী বিশ^াসের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন জয়কলস গ্রামের নিহত জামিনী বিশ^াসের স্ত্রী ছায়ারানী বিশ^াস, নিহত দিপু বিশ^াসের স্ত্রী বেবি রানী বিশ^াস, ছাতক কচুরগাঁও গ্রামের নিতাই বিশ^াস, নিহতের ভাই দিলু বিশ^াস, রাজেন্দ্র বিশ^াস, নিহত যামিনী বিশ^াসের ছেলে রাজেন্দ্র বিশ^াস, ভাতিজা পিন্টু বিশ^াস, গ্রামের ঝন্টু বিশ^াস, হরলাল বিশ^াস, রাজেন্দ্র কান্তি সরকার, সুভল বিশ^াস, লাবন্য বিশ^াস, কমলা বিশ^াস, পরশ রানী বিশ^াস, উজানীগাঁও গ্রামের সালেহ আহমদ লিটন, রাকেশ বিশ^াস, অতুল বিশ^াস, সূচিত্রা বিশ^াস, রবি বিশ^াস, শুকলা বিশ^াস, মিন্টু বিশ^াস সহ শতাধিক স্থানীয় লোকজন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জয়কলস গ্রামের মৃত লাল মোহন বিশ^াসের ছেলে দিপু বিশ^াস (৪০) ও ও মৃত কানাই লাল বিশ^াসের ছেলে জামিনী বিশ^াস গুরুতর আহত হন। পরবর্তীতে সুনামগঞ্জ সদর হাসাপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার দিপু বিশ^াসকে মৃত ঘোষণা করেন এবং ঘটনার ১ দিন পর নিহত জামিনী বিশ^াস সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।