শহরতলীতে যৌতুক মামলায় গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৭:৪০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শহরতলীতে পুলিশ অভিযান চালিয়ে যৌতুকের মামলার এক আসামী গ্রেফতার করেছে। রোববার দুপুরে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
তার নাম সালেহ আহমদ (৩২)। সে টিয়ারবাড়ী গ্রামের মৃত সফর আলীর ছেলে।
এর আগে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই দিন রাতে ভুক্তভোগী গৃহবধূ (২৪) বিমানবন্দর থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করে। গ্রেফতারকৃত সালেহ আহমদ ছাড়া আসামীরা হচ্ছেন টিয়ারবাড়ী গ্রামের মৃত সফর আলীর ছেলে জহির আলী (৫৮) ও তার স্ত্রী মোনাক্কা বেগম (৫০)।