র্যাবের হাতে ৪ মাদক বিক্রেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৭:৪১:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে র্যাব পৃথক অভিযান চালিয়ে পেশাদার ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযানে ১২ কেজি গাজাঁ, বিদেশী ও বাংলা মদ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
রোববার সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
জানা যায়, রোববার ও শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে মাধবপুর ও চুনারুঘাটে পৃথক অভিযান চালায় সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানে শাহজাহানপুর ভান্ডারুয়া গ্রামে ২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি মো সোহেল মিয়া (৩০) কে আটক করে। সে মাধবপুরের সাহেব নগরের মোঃ সাজেদুর রহমানের ছেলে।
অপরদিকে মিরাশি ইউনিয়নের নরসিংহের গাঁও গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি মো. কাউছার মিয়া (৩৪) কে আটক করে র্যাব। সে ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পরে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করে।
এছাড়া, সিলেটের জৈন্তাপুর থেকে বিদেশী মদসহ এক মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা ৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।
জানা যায়, শনিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিএসসি ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সিনিয়র এএসপি লুৎফর রহমানের নেতৃত্বে জৈন্তাপুরের ভিতর গ্রামে মাদক কারবারি আব্দুল¬াহ’র বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই তার বসত ঘর থেকে ৫ বোতল মদ জব্দ করা হয়। সে ওই এলাকার মৃত ছিফত উল¬াহ’র ছেলে। পরে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করেছে।
একই দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা’র নেতৃত্বে শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানের ফুলছড়া দুর্গা মন্দিরে অভিযান চালায়। এ সময় ৩৫ লিটার দেশীয় তৈরী চোলাই বাংলা মদসহ পেশাদার মাদক কারবারি শত্রæঘন দাস (৪৮) কে গ্রেফতার করে র্যাব। সে ওই এলাকার মৃত কীর্ত্তন দাসের ছেলে। পরে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করে।