খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৭:৪২:৩৬ অপরাহ্ন
খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের আয়োজনে নিম্নবিত্ত ও অসহায়দের মধ্যে শনিবার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সৎপুরে ফাউন্ডেশনের উপদেষ্টা হাফিজ মোঃ ইয়াহইয়ার বাড়িতে সকাল সাড়ে দশটায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক মাহফুজ আল মাদানীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুল এহসান জুনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ বুলবুল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মাহফুজ আল মাদানী, সৎপুর কামিল মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের জি এস আলমগীর হোসাইন, সৎপুর গ্রামের মুরব্বি আব্দুন নুর, তালামীযে ইসলামিয়া সৎপুর মাদরাসা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ খান, আহমদ আলী, রশিদ আহমদ, গোলাম মুস্তাকিম তানিম সহ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের অন্যতম সদস্য গোলাম রব্বানী সাঈম।
সবশেষে অতিথিগণ নিম্নবিত্ত ও অসহায়দের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতি প্যাকেটে খেজুর, তেল, পিয়াজ, ছোলা, ডাল, দুধ, চিনি ও ময়দা ছিল। বিজ্ঞপ্তি