তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুইমাস বেতন বন্ধ
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৮:১৮:২৯ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা কর্মচারীদের বেতন দুইমাস ধরে বন্ধ রয়েছে। কবে বেতন পাবেন তা কেউ জানে না। ফলে কর্মকর্তা কর্মচারীরা দুর্ভোগে পড়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকারিভাবে বাজেট না থাকার কারণে বেতন হচ্ছে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু কোন সুরাহা হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বেতন বন্ধ থাকায় কষ্টের মধ্য দিয়ে দিন পার করছি। কারণ এই বেতনের উপরেই আমার সংসার চলে। আরেক কর্মচারী জানান, আমরা ছেলেমেয়ের পড়াশোনা, সংসার খরচ এই বেতন দিয়েই চলে। এখন বেতন না পাওয়ার কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। ছেলে মেয়ের পড়াশোনা জন্য স্কুল কলেজের টাকা দিতে পারছি না। আর বাকীতে আনা মালামালের দেনাও বেড়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. ইকবাল হোসেন জানান, বেতন-ভাতা পাওয়ার জন্য আমি চেষ্টা করছি। আগামী মাসে (মে) সবাই বেতন পাবেন বলে জানান এই কর্মকর্তা।