লালবাজারে দেড় মণ ওজনের বাঘাইড়
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৮:১২:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিক্রির জন্য সিলেট নগরীর লালবাজারে তোলা হয়েছে বিশালাকৃতির বাঘাইড় মাছ। রোববার বাজারে আনা মাছটি ওজন প্রায় দেড়মণ। সোমবার সকালে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে। বিশাল এই মাছটি কুশিয়ারা নদীতে ধরা পড়ে বলে জানিয়েছেন বিক্রেতারা।
লালবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, রোববার সকালে ফেঞ্চুগঞ্জ থেকে ৬০ কেজি ওজনের বাঘাইড়টি কিনে এনেছেন তিনি। মাছটি আগের রাতে কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছিলো।
তিনি জানান, মাছটি একসাথে কিনে নেয়ার মতো ক্রেতা পাওয়ার সম্ভাবনা কম।