বড়লেখায় মাটি কাটা বন্ধ করলেন এসিল্যান্ড
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৮:৩০:০৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখার দাসেরবাজার ইউনিয়ন এলাকায় ধামাই নদীর তীর থেকে অসাধু চক্রের অবৈধভাবে মাটিকাটা বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা। শনিবার সকালে একজন উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে তিনি এ অপতৎপরতা রোধ করেছেন।
সুড়িকান্দি রসগ্রাম মৌজায় ধামাই নদী তীরবর্তী বেশ কয়েকটি দাগের সরকারী খাস ভুমি থেকে স্থানীয় একটি অসাধু চক্র বেশ কয়েক দিন ধরে একসেকেভেটরে মাটি কেটে ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করছিল। শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরার নির্দেশে হাকালুকি ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার মতিউর রহমান স্টাফ নিয়ে ঘটনাস্থলে গেলে মাটি খেকো চক্র সটকে পড়ে।
হাকালুকি ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার মতিউর রহমান জানান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরার নির্দেশে একজন স্টাফ নিয়ে তিনি ঘটনাস্থলে গেলে মাটি খেকো চক্রের সদস্যরা সটকে পড়ে। তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। রোববার গিয়েও কাউকে খাস জমি থেকে মাটি কাটতে পাওয়া যায়নি।