কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হলেন সৈয়দ নাহাস পাশা
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ১২:২৯:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশন (সিজেএ) এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক সৈয়দ নাহাস পাশা। কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে এই সংগঠনের শাখা রয়েছে। সিজেএ’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কানাডীয় সাংবাদিক ক্রিস কব। এর আগে ভারতীয় সাংবাদিক মহেন্দ্র ভেদ ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট। রোববার সিজেএ’র কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনলাইন ও ভার্চুয়াল এই নির্বাচন কমনওয়েলথ এর বিভিন্ন দেশে একযোগে এবং একই সময়ে অনুষ্ঠিত হয় কানাডার স্থানীয় সময় সকাল আটটায়। এতে যুক্তরাজ্য, কানাডা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, উগান্ডা, ক্যামেরুন সহ বিভিন্ন দেশের সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মন্ট্রিল থেকে এই নির্বাচন পরিচালনা করেন সিজেএ’র সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর প্যাট পারকেল। এর আগে গত ১৯ ও ২০শে মার্চ কমনওয়েলথ এর সাংবাদিকদের নিয়ে দিল্লীতে সিজেএ’র ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের রীতি অনুযায়ী ৩ বছর পর পর সদস্য সাংবাদিকরা মিলিত হয়ে কমনওয়েলথভুক্ত একটি দেশে সম্মেলন ও কার্যকরী কমিটির নির্বাচন করেন। কিন্তু পান্ডেমিক এর কারণে এই প্রথমবারের মতো সংগঠনের ভার্চুয়াল সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশন কমনওয়েলথ এর বিভিন্ন দেশে মিডিয়া ফ্রিডম, সাংবাদিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ইত্যাদি ইস্যু এবং ক্রমপরিবর্তনশীল এই পেশার নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কমনওয়েলথ প্রেস ইউনিয়ন, কমনওয়েলথ ব্রডকাস্টিং এসোসিয়েশন ও কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ (সিএইচআরআই) ইত্যাদি আন্তর্জাতিক সংগঠনের সাথে মিলে কাজ করে।
নতুন কার্যকরী কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন:
প্রেসিডেন্ট – ক্রিস কব (কানাডা), ভাইস প্রেসিডেন্ট – সৈয়দ নাহাস পাশা (যুক্তরাজ্য), ভাইস প্রেসিডেন্ট – ভারত ভুষণ (ভারত), ভাইস প্রেসিডেন্ট – শ্যামল দত্ত (বাংলাদেশ), ভাইস প্রেসিডেন্ট – ফৌজিয়া শাহীন (পাকিস্তান), ভাইস প্রেসিডেন্ট-দ্রীতো এলিস (উগান্ডা)। নির্বাহী সদস্য নাদিম খান (পাকিস্তান), জয়ন্ত চৌধুরী (ভারত), ওসমান গণি মনসুর (বাংলাদেশ), সরোজ নাগি (ভারত), উইলিয়াম হর্সলি (যুক্তরাজ্য), ডেবি রানসোম (যুক্তরাজ্য), এবেনজার মটালে (ক্যামেরুন)। এছাড়া সাবেক দুজন প্রেসিডেন্ট মহেন্দ্র ভেদ (ভারত) ও রে একপু (নাইজেরিয়া) কে প্রেসিডেন্ট এমেরিটাস ঘোষণা করা হয়।
সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদক, কারি লাইফ ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও বিডিনিউজ২৪ ডট কম এর যুক্তরাজ্য প্রতিনিধি। তিনি সিজেএ যুক্তরাজ্য শাখার নির্বাহী কমিটিরও সদস্য।