বালাগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ৬:৪২:১৬ অপরাহ্ন
যুক্তরাজ্য ম্যাচেস্টার আওয়ামীলীগ সাবেক সভাপতি স্যার এনাম উল ইসলামের উদ্যোগে বালাগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নে ও ছিন্নতপুর এলাকার ৩শ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ছাত্রলীগ নেতা সাহেদ আহমেদের সঞ্চালনায় ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্যার এনাম উল ইসলাম। উপস্থিত ছিলেন, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর শামসুল ইসলাম, হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, জাতীয় শ্রমীকলীগ জেলা সহ-সভাপতি তাজ উদ্দিন খান আলম, মো. ইমামুজ্জামান, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর নজরুল ইসলাম মিতন, হুমায়ুন কবির, হেরম তালুকদার, সিকন্দর আলী, শায়েস্তা মিয়া, মানিক মিয়া, দুলা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি