তাহিরপুরে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ৬:৫৭:০৭ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আব্দুর জহুর চত্তরে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উৎপল দাস, সাংবাদিক রাজন চন্দ, আবুল কাশেম, মোনায়েম রাজা প্রমুখ।
প্রাণিসম্পদ কর্মকর্তা উৎপল দাস জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের ব্যবস্থাপনায় তাহিরপুর উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ পদ্ধতিতে এ বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, লকডাউন কার্যক্রমের মধ্যে উপজেলার জনসাধারণ ভ্রাম্যমাণ এই বিক্রয়কেন্দ্রে থেকে ন্যায্যমূল্যে দুধ-ডিম-মাংস সংগ্রহ করতে পারবেন।