সিলেটে আটক ৩, মাদক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ৭:৪৯:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে ২ মাদক ব্যবসায়ী ও ১ পলাতক আসামীকে আটক করেছে র্যাব-৯। রোববার সিলেট নগরী ও হবিগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এসময় ৩৪ লিটার ছোলাই মদ ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার র্যাব-৯ এর এসএসপি (মিডিয়া) ওবাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন মদিনা মার্কেট থেকে দিরাই থানার একটি মামলার পলাতক আসামি শাহ জামাল তালুকদার (৩৭)-কে গ্রেফতার করেছে। সে সুনামগঞ্জের দিরাই থানার নূরনগর গ্রামের মানিক তালুকদারের ছেলে।
এদিকে রোববার র্যাব-৯ এর আরেকটি দল অভিযান চালিয়ে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট রোড থেকে ৩৪ লিটার চোলাই মদসহ মাদক কারবারি নীলমনি চন্দ্র নাথ (৪৮)-কে গ্রেফতার করেছে। সে সিলেটের গোলাপগঞ্জ থানার দক্ষিনভাগ (রামপা) গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র নাথের ছেলে।
অপরদিকে এক অভিযানে রোববার র্যাব-৯ এর সিপিসি-১ এর একটি দল মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগান থেকে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. শামীম মিয়া (২৩)-কে গ্রেফতার করেছে। সে মাধবপুর থানার পরমন্দপুর গ্রামের পিতা মো. মঞ্জু মিয়ার ছেলে।
আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।