ইনোভেশন ঐক্য ফোরামের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ৯:১৭:৪০ অপরাহ্ন
বাংলাদেশে ইনোভেশন ঐক্য ফোরাম বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় বালাগঞ্জ উপজেলার হরিশ্যাম, লোহামুড়া, খাপুর ও হুসেনপুর গ্রামের ৩০টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশে ইনোভেশন ঐক্য ফোরাম বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ সাদেক আহমেদ এর সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনোভিশন ঐক্য ফোরাম এর সিলেট বিভাগীয় শাখার সভাপতি মোঃ এম কে বাবলু আহমেদ, সহ সভাপতি তানভীর হুসাইন নাইম, সাধারণ সম্পাদক বাছিত আহমদ (স্বাধীন), বালাগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সভাপতি মোঃ বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজ মোঃ আফসার আলী। বিজ্ঞপ্তি