চারাদিঘিরপাড়ে শিশুর খন্ডিত পা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ৯:২২:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর চারাদিঘিরপাড় এলাকা থেকে পুলিশ এক শিশুর ২টি খন্ডিত পা উদ্ধার করেছে। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। সোমবার দুপুর ১২টার দিকে ডাস্টবিনে পা দুটি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যবসায়ী কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে পা দুটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিন। তিনি বলেন, চারাদিঘিরপাড় এলাকাস্থ হারুন স্টোরের সামনের ডাস্টবিনে শিশুর দুটি পা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। এরপর পুলিশ তদন্ত কাজ শুরু করে। সেই সাথে আশপাশের বিভিন্ন বাসা-বাড়ির ভিডিও ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, পা দেখে বোঝা যাচ্ছে এটি ৬/৭ বছরের শিশুর হবে।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, এর আগে ওই এলাকায় একাধিকবার শিশুর লাশ পাওয়া গেছে। পরে দেখা যায় চারাদিঘিরপাড় এলাকার একটি কবরস্থান অরক্ষিত থাকায় কুকুর কবর থেকে লাশ তুলে রাস্তায় ফেলে যায়।