ফুটপাতে নিয়ে ‘চোর-পুলিশ’ খেলা!
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২১, ৯:২৪:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ফুটপাত দখল নিয়ে হকার-সিসিক ‘চোর-পুলিশ’ খেলা চলছেই। এই সিটি করপোরেশন সরিয়ে দেয় তো কিছুক্ষণ পর ফের ফুটপাত দখলে নেয় হকাররা। গতকালও একই দৃশ্য দেখা গেছে নগরীতে। সোমবার বিকেল ৩টার দিকে বন্দরবাজার, জিন্দাবাজরে ফুটপাত দখলমুক্ত অভিযানে নামেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। অগ্রগামী গার্লস হাইস্কুলের সামনের ফুটপাতের কাছে মেয়র যখন যান, তাকে দেখেই দৌঁড়ে পালায় হকাররা। মেয়র এলাকা ত্যাগ করার পর আবারো তারা ফিরে আসে ফুটপাতে। এ নিয়ে বেরসিক পথচারীদের মন্তব্য এ যেন মেয়র-হকার ‘চোর-পুলিশ’ খেলা।
অথচ নগরীর সৌন্দর্য বর্ধন ও যানজট নিরসনের লক্ষ্যে চলতি বছরের প্রথম দিন থেকে বন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক ও ফুটপাতে হকার বসা নিষিদ্ধ করে সিলেট সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশ। বন্দর-চৌহাট্টা সড়কে বিভিন্ন জায়গায় ‘হকারম্ক্তু এলাকা’ লেখা সাইনবোর্ডও টানানো হয়। তার আগে হকারদের পুনর্বাসনও করে সিটি করপোরেশন। লালদীঘিরপাড়স্থ খালি জায়গায় প্রায় ১২শ’ হকারকে পুনর্বাসিত করা হয়। তবুও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফুটপাতে বসে যায় হকাররা। এ নিয়ে ক্ষোভের শেষ নেই।