ছাতকে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেষ্টার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৭:৫৫:১৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: ছাতকে ধান কাটার মেশিন কম্বাইন হারভেষ্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ২টি কম্বাইন হারভেষ্টার মেশিন আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে তুলে দেন মুহিবুর রহমান মানিক এমপি।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আব্দুল হেকিম, বিল্লাল আহমদ, মুজাহিদ আলীসহ কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ উপকারভোগী কৃষকগণ।
এসময় উপজেলার চরমহল্লা ইউনিয়নের জলালীচর গ্রামের আফরোজ আলীর পুত্র কৃষক তছির আলী এবং একই ইউনিয়নের চরেগোবিন্দ গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র কৃষক শফিউল ইসলামের হাতে একটি করে কম্বাইন হারভেষ্টার মেশিনে চাবি তুলে দেন এমপি মানিক।
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি মেশিনের বাজার মুল্য ৩১ লক্ষ টাকা। সরকার ১৯ লাখ ৬০ হাজার টাকা ভর্তুকি দিয়ে মাত্র ১১ লাখ ৪০ হাজার টাকায় ইয়ানমার ব্রান্ডের এ মেশিন কৃষকদের হাতে তুলে দিচ্ছে। বর্তমানে শ্রমিক সংকট নিরসনের ক্ষেত্রে কৃষকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এসব কৃষিযন্ত্র সরবরাহ করছে এসিআই কোম্পানী।