ওসমানীনগরে শফিকুর রহমান ট্রাস্ট’র অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৮:০৪:১৯ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে শহীদ শফিকুর রহমানের নামে প্রতিষ্ঠিত ‘শহীদ শফিকুর রহমান কল্যাণ ট্রাস্ট’ এর পক্ষ থেকে মঙ্গলবার ওসমানীনগরের উমরপুর সারং বাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী খালেদুর রহমান ব্যক্তিগত পক্ষ থেকে ৭৫জন দরিদ্রদের মধ্যে নগদ দুই হাজার টাকা করে নগদ দেড় লক্ষ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উমরপুর ইউপি আ’লীগের সভাপতি দবির মিয়া, প্রবাসী জিলু মিয়া, উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবি ইব্রাহিম আলী, সমাজসেবক আব্দুর রব, সুন্দর আলী, সাবেক ইউপি সদস্য তখলিছ মিয়া, ব্যবসায়ী আওলাদ মিয়া, ফিরোজ আলী, রুহেল আহমদ, সায়েম আহমদ, গুলজার আলী, মিজানুর রহমান প্রমুখ।