খালেদা জিয়ার সুস্থতা কামনায় মেয়রের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৮:০৬:২৫ অপরাহ্ন
করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র উদ্যোগে কুমারপাড়ায় মেয়রের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা বিএনপির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সদস্য মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী,
মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, মহানগর বিএনপির আজিজুর রহমান আজিজ, সদস্য শফিকুর রহমান টুটুল, সদস্য আব্দুস সামাদ তোহেল, যুবদলের আব্দুর রউফ, খন্দকার ফয়েজ আহমদ, রাহেল আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মাসরুর রাসেল, য্গ্মু সম্পাদক আফজল হোসেন, তারেক আহমদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নাইওয়রপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দিন কাসেমি। বিজ্ঞপ্তি