জুড়ীতে একজনকে পিটিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৮:৫১:৪৩ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে গরু চোর সন্দেহে সুলতান (৩৮) নামে এক জনকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার রাতে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কুচাই চা বাগানে ঘটেছে। নিহত সুলতান বড়লেখা উপজেলার শাহবাজপুরের মৃত কালা মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এ এলাকায় গরু চুরি হচ্ছে। ক্ষতিগ্রস্তরা চোর ধরার জন্য বিভিন্নভাবে পাহারা দিচ্ছিল। সোমবার রাতে লোকজন সুলতানকে বাগানে ঘুরতে দেখে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। সুলতান চিহ্নিত গরু চোর বলে স্থানীয়রা দাবি করেছেন। মঙ্গলবার সকালে জুড়ী-লাঠিটিলা সড়কে কুচাই ব্গাানের ধুপ ঘর এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।