অবৈধ বিদ্যুৎ ব্যবহারে মীরাপাড়ায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৯:০০:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে দুই ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সোমবার এসএন্ডডি-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিনের নেতৃত্বে মীরাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমান করা হয়।
জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের এসএন্ডডি-২ এর আওতাধীন মীরাপাড়া এলাকায় জাহিদুল ইসলাম ও তানজিম আহমদ নামের দুই ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে এয়ারকন্ডিশন, পানির মটর, ফ্রিজ ব্যবহার করছেন। সোমবার জনৈক এক ব্যক্তি বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে টেলিফোন করে এ তথ্যটি জানান। পরে সেই ফোনকলের সূত্র ধরে নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিনের নেতৃত্বে মীরাপাড়ায় অভিযান চালিয়ে ২ ব্যক্তি জরিমানা করা হয়।
এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে পানির মটর, ফ্রিজ, এয়ারকন্ডিশন ব্যবহার করায় জাহিদুল ইসলামকে ১ লাখ ৪৮ হাজার টাকা এবং তানজিম আহমদকে ২ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, গত কয়েক মাসে এধরনের অভিযানে প্রায় অর্ধকোটি টাকা জরিমানা এবং ৫২টি মামলা দায়ের করা হয়েছে।